ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কাপুগেদেরা আউট, গুনাথিলাকা ইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জুন ৮, ২০১৭
কাপুগেদেরা আউট, গুনাথিলাকা ইন গুনাথিলাকা ইন-ছবি:সংগৃহীত

ডান হাঁটুর ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কান দল থেকে ছিটকে গেছেন চামারা কাপুগেদারা। বুধবার অনুশীলন চলাকালে চোট পান এ ব্যাটসম্যান। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ওপেনিং ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে। ইংল্যান্ডে তিনি স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন।

আজ (০৮ জুন) ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে লঙ্কানরা। আর এ ম্যাচেই গুনাথিলাকার খেলার সম্ভাবনা রয়েছে।

অফিসিয়ালি কাপুগেদেরার পরিবর্তে দলে আসলেও টপঅর্ডার ব্যাটসম্যান উপল থারাঙ্গার জায়গাতেই ব্যাট করতে পারেন গুনাথিলাকা।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরিবর্তে লঙ্কানদের প্রথম ম্যাচে নেতৃত্বে থাকা থারাঙ্গা স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। আর মিডলঅর্ডার পজিশনে খেলা কাপুগেদেরার জায়গায় খেলবেন ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে না পারা নিয়মিত ‍অধিনায়ক ম্যাথিউস।

শ্রীলঙ্কা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৬ রানের বড় ব্যবধানে হারে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ০৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।