ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আইসিসি নিজেই বোঝে না ডিএল মেথড’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুন ৮, ২০১৭
‘আইসিসি নিজেই বোঝে না ডিএল মেথড’ ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে ইতোমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কবলে পড়েছে। অস্ট্রেলিয়ার দুটি ম্যাচই পরিত্যক্ত হওয়ার পাশাপাশি একাধিক ম্যাচ দেখেছে বৃষ্টি আইনের ফলাফল (ডাক-ওয়ার্থ লুইস মেথড বা ডিএল মেথড)।

ফাইনাল ম্যাচ ছাড়া রিজার্ভ ডে না থাকায় বৃষ্টির কবলে পড়া ম্যাচের ফল বের করতে শেষ ভরসা ডাক-ওয়ার্থ লুইস সিস্টেম৷

তবে, ডাক-ওয়ার্থ লুইস সিস্টেম নিয়মেও দলগুলোকে পড়তে হচ্ছে বেকায়দায়। আর এই সিস্টেমের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি।

তার কাছে এই সিস্টেম আস্থা অর্জন করে উঠতে পারেনি৷

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ধোনি-কোহলিরা নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে। বৃষ্টি আইনে বা ডাক-ওয়ার্থ লুইস সিস্টেমে কিউইদের ৪৫ রানে হারিয়েছিল ভারত। নিজেদের গ্রুপপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডিএল মেথডে ভারত জিতেছিল ১২৪ রানের ব্যবধানে।

ডিএল মেথডে বিরক্ত ধোনি জানান, ‘ডাক-ওয়ার্থ লুইস সিস্টেমটা এখনও আমার কাছে পরিষ্কার নয়। এতোদিন ধরে ক্রিকেট খেলছি, তারপরও এই সিস্টেমটা বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির কাছেও এই নিয়মটা স্পষ্ট নয়৷ তারা নিজেরাই হয়তো সেটা বোঝেনা। ’

গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও বৃষ্টি বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ম্যাচ আয়োজন করা হয়েছিল। যেখানে ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৮ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।