২৮ বছর বয়সী কোহলি ২০১৭ সালের এ তালিকায় ৮৯তম অবস্থানে রয়েছেন। এ সময় তার বার্ষরিক আয় ছিলো ২২ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট (ক্রীড়াবিদ) হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ অধিনায়ক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। যেখানে তার বেতন ও বোনাস থেকে আসে ৫৮ মিলিয়ন আর স্পন্সর থেকে আসে আরও ৩৫ মিলিয়ন।
ফোর্বসের ১০০ জনের এ তালিকাটিতে রয়েছেন ২১ দেশের ক্রীড়াবিদরা। তবে এ তালিকায় সর্বোচ্চ ৬৩ জন রয়েছেন যুক্তরাষ্ট্র থেকেই। যেখানে দেশটিতে বাস্কেটবল, বেজবলে খেলাগুলোতে থাকে অর্থের ছড়াছড়ি।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ৮ জুন, ২০১৭
এমএমএস