ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পারিশ্রমিকে সবচেয়ে এগিয়ে কোহলি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুন ৮, ২০১৭
পারিশ্রমিকে সবচেয়ে এগিয়ে কোহলি  পারিশ্রমিকে সবচেয়ে এগিয়ে কোহলি -ছবি:সংগৃহীত

সম্প্রতি বিশ্বের ১০০ ধনী ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোবর্স। যেখানে বেশ পেছনে থাকলেও একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এ তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

২৮ বছর বয়সী কোহলি ২০১৭ সালের এ তালিকায় ৮৯তম অবস্থানে রয়েছেন। এ সময় তার বার্ষরিক আয় ছিলো ২২ মিলিয়ন মার্কিন ডলার।

যেখানে বেতন ও ম্যাচ ফি’র অর্থ থেকে তিন মিলিয়ন আর বাকি ১৯ মিলিয়ন পেয়েছেন স্পন্সর প্রতিষ্ঠান থেকে।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট (ক্রীড়াবিদ) হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ অধিনায়ক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। যেখানে তার বেতন ও বোনাস থেকে আসে ৫৮ মিলিয়ন আর স্পন্সর থেকে আসে আরও ৩৫ মিলিয়ন।

ফোর্বসের ১০০ জনের এ তালিকাটিতে রয়েছেন ২১ দেশের ক্রীড়াবিদরা। তবে এ তালিকায় সর্বোচ্চ ৬৩ জন রয়েছেন যুক্তরাষ্ট্র থেকেই। যেখানে দেশটিতে বাস্কেটবল, বেজবলে খেলাগুলোতে থাকে অর্থের ছড়াছড়ি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।