ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জাদেজার কাছে ম্যাচের আগে খুশির সংবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুন ৮, ২০১৭
জাদেজার কাছে ম্যাচের আগে খুশির সংবাদ ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার জন্য খুশি খবর। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে বাবা হয়েছেন জাদেজা।

বৃহস্পতিবার (০৮ জুন) সকালে জাদেজা পত্নী রীভা সোলাঙ্কি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

গত বছরের এপ্রিলে রীভার সঙ্গে বিয়ে হয় জাদেজার।

এ বছর মার্চে স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন জাদেজা। তবে, মারাত্মক কোনো ইনজুরির হাত থেকে রক্ষা পেয়েছিলেন টেস্টের এক নম্বর বোলার ও তার স্ত্রী।

ভারত ছাড়ার আগে স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে জাদেজা বলেছিলেন, ‘পরিবার আমার কাছে গুরুত্বপূর্ণ৷ আমি সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছি। কারণ, ভারতীয় দলের জার্সি গায়ে পারফরম্যান্স করা বেশি প্রয়োজন বলে মনে করছি৷ পাকিস্তানের বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। স্ত্রীকে দেখার জন্য পরিবারে আরও লোক আছে। তার দেখভাল ভালো হলে আশা করি রীভা অবশ্যই বুঝতে পারবে আমি ইংল্যান্ডে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন নিয়েছি। ’

এজবাস্টনে ভারত-পাকিস্তান মহারণের ম্যাচে বল হাতে দুই উইকেট নিয়েছিলেন জাদেজা। আর নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১২৪ রানের সহজ জয় পায় ভারত৷ আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারা বজায় রাখলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৮ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।