ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সমর্থকদের অন্ত্যেষ্টিক্রিয়া পালন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জুন ৮, ২০১৭
পাকিস্তান সমর্থকদের অন্ত্যেষ্টিক্রিয়া পালন (ভিডিও) পাকিস্তান সমর্থকদের অন্ত্যেষ্টিক্রিয়া পালন-ছবি:সংগৃহীত

ভারতের বিপক্ষে যখনই পাকিস্তান হারে, তখনই পুরো দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। কুশপুতুল পুড়িয়ে ক্রিকেটারদের বাড়ির সামনে বিক্ষোভ, নিজের ঘরের টেলিভিশন ভেঙে ফেলা বাদ যায় না কিছুই। এবার ঘটলো ভিন্ন ঘটনা, হারের পর শোকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলো একদল পাকিস্তান সমর্থক।

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান খেলার আগে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল, সেখানকার বেশ কিছু রেস্তোরাঁয় টেলিভিশনকে লোহার জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভারতের কাছে হারের পর পাকিস্তানের এই ছবিগুলির সঙ্গে মোটামুটি পরিচিত ক্রিকেটবিশ্ব।

তবে এবার যা ঘটলো, তা বোধহয় এর আগে কখনও ঘটেনি। সরফরাজ-হাফিজদের বাজে হারে সমর্থকরা একেবারে পাকিস্তান ক্রিকেটের শ্রাদ্ধই সেরে ফেললেন! সেই ভিডিও নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের সংবাদমাধ্যমের এক কর্মী তার টুইটার পেজে এই ভিডিওটি শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা গেছে,  কয়েকজন পাকিস্তান সমর্থক তাদের সামনে দু’টি ব্যাট শুইয়ে রেখে কাঁদতে কাঁদতে শোক জানাচ্ছেন। কেউ মারা গেলে যেভাবে তাকে স্মরণ করা হয়, তারা তাই করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। এবার টেলিভিশন ভাঙার খবর খুব একটা না পাওয়া গেলেও দেশের হারে তাদের এমন শোকবার্তায় মজেছে সোশ্যাল মিডিয়া।

ভিডিও দেখুন এখানে...

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ০৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।