ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির হাতে শিরোপা দেখছেন ব্রেট লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুন ৮, ২০১৭
কোহলির হাতে শিরোপা দেখছেন ব্রেট লি ছবি: সংগৃহীত

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতার ভালো সম্ভাবনা দেখছেন ব্রেট লি। টিম ইন্ডিয়াকে ব্যালেন্সড সাইড হিসেবে তুলে ধরেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেস আইকন।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১২৪ রানের দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। অলরাউন্ড পারফরম্যান্সে এবারের আসরেও তারা হট ফেভারিট।

এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, ‘এখন পর্যন্ত চমৎকার টুর্নামেন্ট হচ্ছে। আমি ভারতের খেলা উপভোগ করছি যারা ভালো ক্রিকেট খেলছে। ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ রয়েছে এবং একই সঙ্গে আমার দেশ অস্ট্রেলিয়ার কাছে চ্যাম্পিয়নস ট্রফি ফেরত চাই। ’

‘ভারত পাকিস্তানের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে। এটা নিখুঁত জয় ছিল। তাদের টিমটি যথার্থ ‍এবং ব্যাটিং-বোলিং বেশ ভারসাম্যপূর্ণ। টুর্নামেন্টে তাদের অনেক দূরে দেখছি। ’-যোগ করেন ২২১ ওয়ানডেতে ৩৮০টি উইকেটের মালিক ব্রেট লি।

অস্ট্রেলিয়ার প্রথম দু’টি ম্যাচই বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচে ছন্দে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ‘মাস্ট উইন গেম’। তার আগে সেমির আশা বাঁচিয়ে রাখতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দু’দলের সমান ১ পয়েন্ট। পরিত্যক্ত দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অজিরা। টানা দুই জয়ে সবার আগে সেমিতে জায়গা করে নেয় ইংলিশরা।

এ নিয়ে ব্রেট লির অভিমত, ‘দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, একটি কিউইদের বিপক্ষে এবং অন্যটি বাংলাদেশের বিপক্ষে। এটা অস্ট্রেলিয়ার জন্য ভালো ছিল না। কিন্তু তারা একটি ভালো গ্রুপে রয়েছে। ’

বাংলাদেশ সময: ১৮৩৪ ঘণ্টা, ৮ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।