ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমি নিশ্চিতের ম্যাচে ভারতের সংগ্রহ ৩২১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ৮, ২০১৭
সেমি নিশ্চিতের ম্যাচে ভারতের সংগ্রহ ৩২১ ছবি: সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি নিশ্চিতের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩২২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ানের সেঞ্চুরি, রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনির দারুণ হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ভারত।

‘বি’ গ্রুপের ম্যাচে আগে ব্যাট করে বিরাট কোহলির দল। ওপেনিং জুটিতেই ১৩৮ রান তুলে নেন শিখর ধাওয়ান আর রোহিত শর্মা।

৭৯ বলে ৬টি চার আর ৩টি ছক্কায় ৭৮ রান করে বিদায় নেন রোহিত। ১২৮ বলে ১৫টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়ে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ধাওয়ান।

দলপতি কোহলি ০ রানে আউট হন। যুবরাজ সিং করেন ৭ রান। সাবেক দলপতি ধোনির ব্যাট থেকে আসে ৬৩ রান। ব্যাটে ঝড় তুলে ৫২ বলে ৭টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে ধোনি তার ইনিংস সাজান। হারদিক পান্ডে ৯ রানে সাজঘরে ফেরেন।

শেষ দিকে কেদার যাদব ১৩ বলে করেন অপরাজিত ২৫ রান। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রানে থামে ভারতের ইনিংস।

লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা দুটি উইকেট দখল করেন। একটি করে উইকেট নেন লাকমল, প্রদীপ, পেরেরা আর গুনারত্নে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ০৮ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।