এদিকে, আগামীকাল মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ-নিউজিল্যান্ড। গ্রুপের চারটি দলই খেলেছে দুটি করে ম্যাচ।
তবে, স্বাগতিক ইংল্যান্ডকে কতটুকু সামলে উঠতে পারবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া, সেটিই দেখার বিষয়। এদিকে, ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়াকে বিন্দু-মাত্র ছাড় দেবে না ইংল্যান্ড। কারণ আমরা টুর্নামেন্ট শুরু করেছি ভালো কিছুর জন্য। নিজেদের সেরাটা দিয়েই প্রতিটি ম্যাচে খেলতে চাই। অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিজেদের সেরাটা দিয়ে খেলব। ’
মরগান আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামা হবে। টুর্নামেন্টে আমরা যদি ফেভারিট দলের তালিকায় থাকতে চাই অবশ্যই সেরা দলকেই হারাতে হবে এবং অস্ট্রেলিয়াও সেরা দলগুলোর মধ্যে একটি। তাই অজিদের বিন্দুমাত্র ছাড় দিতে চাচ্ছি না আমরা। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। ’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে এবং নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে কোয়ালিফাই করেছে স্বাগতিক ইংল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ০৮ জুন ২০১৭
এমআরপি