ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চিত টাইগার শিবির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ৮, ২০১৭
রোমাঞ্চিত টাইগার শিবির  বাংলাদেশ ক্রিকেট টিম

কার্ডিফ থেকে: হারলেই বাদ। জিতলেও তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। যেখানে অস্ট্রেলিয়াকে হারতেই হবে। আছে বৃষ্টির শঙ্কাও। কোন রকম বৃষ্টি হানা দিলে আবার রান রেটের সমীকরণ। সব মিলিয়ে শুক্রবার (৯ জুন) কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে টিম বাংলাদেশের চিন্তা ও উদ্বেগের মধ্যে কাটার কথা থাকলেও ম্যাচটি নিয়ে নাকি তারা বেশ রোমাঞ্চিত।   

বৃহস্পতিবার (৮ জুন) কার্ডিফের মিডিয়া কনফারেন্স কক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের মনোভাব নিয়ে এমন তথ্য দিলেন বাংলাদেশ দলের দলপতি মাশরাফি বিন মর্তুজা।

বললেন, ম্যাচটি নিয়ে সবাই রোমাঞ্চিত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসার আগে আমরা জানতাম তিনটি ম্যাচেই হারতে পারি। আবহাওয়া, কন্ডিশন, প্রতিপক্ষ সব আমাদের বিরুদ্ধে। আর সুনির্দিষ্ট জায়গায় যেখানে ম্যাচের ভাগ্য গড়া হয়, সেখানে ওদের সম্ভাবনা বেশি। কারণ সাত-আটে ওদের ম্যাচ জেতানোর ক্রিকেটার আছে সবার। সব মিলিয়ে সত্যি বলতে তিনটি ম্যাচেই হারার শঙ্কাই বেশি ছিল। অনেকেই হয়ত এটা বুঝতে চাইবে না। কিন্ত এটাই বাস্তবতা।

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তামিমের সেঞ্চুরি ও মুশফিকের ৭৯ রানের পরও মিডল অর্ডারদের ব্যাটিং দৈন্যতায় ৩০৫ রানেই থেমেছে বাংলাদেশের সংগ্রহ। দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষেও সেই মিডল অর্ডারের অনুরুপ ব্যাটিং দৈন্যতা দেখা গেল।
 
তাই নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে মাঠে নামার আগে নিজেদের শক্তিমত্তা ও দলগত পারফরমেন্স নিয়ে নতুন করে ভাবছেন লাল-সবুজের দলপতি মাশরাফি।    

একটা গ্রুপ হিসেবে আমরা আমাদের শক্তির দিকটা জানি, দুর্বলতাও জানি। শক্তির দিক নিয়েই আমরা ভাবছি। সেগুলো কিভাবে বাড়িয়ে ম্যাচ জেতা যায়, সেটা ভাবছি। তো এখনও পর্যন্ত টুর্নামেন্টে কী হয়েছে, সেসব না ভেবে সামনে তাকাচ্ছি। ড্রেসিং রুমে দেখে যা বুঝতে পারছি সবার মধ্যে রোমাঞ্চটাই বেশি কাজ করছে। এই ম্যাচটা আমরা ভালোভাবে শেষ করতে পারলে অবশ্যই শেখার বিষয় থাকবে, একই সঙ্গে সফর ভালোভাবে শেষ হবে।
 
এমন লক্ষ্য নিয়েই গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (৯ জুন) কার্ডিফের বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
 
বাংলাদেশ সময়:  ০১১৫ ঘণ্টা, ৮ জুন, ২০১৭
এইচএল/কেজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।