গতকাল (০৮ জুন) ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ইনিংস বিরতিতে এই অ্যাওয়ার্ডে মুরালিকে ভূষিত করে আইসিসি। এ সময় মুরালির সঙ্গে আর্থার মরিস, জর্জ লোহম্যান ও কারেন রোল্টনকেও একই সম্মাননা দেওয়া হয়।
এদিকে এমন সম্মাননা পেয়ে আইসিসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি মুরালি। পাশাপাশি রিচার্ডসনও জানিয়েছেন, এই সম্মানের যোগ্য মুরালি।
প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে মুরালি ১৩৩ টেস্ট খেলে রেকর্ড ৮শ’টি উইকেট লাভ করেছেন। আর ৩৫০ ওডিআইতে নিয়েছেন ৫৩৪ উইকেট। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মুরালি।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৯ জুন, ২০১৭
এমএমএস