ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির পাশে কোচ অনিল কুম্বলে (ডানে)-ছবি:সংগৃহীত
অনিল কুম্বলেই কি ভারতীয় দলের কোচ হিসেবে থাকছেন, নাকি নতুন কেউ আসছেন। এমনটি এখনই নির্ধারিত হচ্ছে না। তা কয়েক দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে হারের আগেই অবশ্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফাঁকে ওভালে একটি বৈঠক হয়। সেখানে ভারতীয় কর্তারা ছিলেন।
ছিলেন উপদেষ্টা কমিটির সদস্যরাও। সৌরভ গাঙ্গুলি, সচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষনদের বোর্ড কর্তারা বলেছেন, ২৬ জুনের পর কোচ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নিতে। সে দিনই ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভা রয়েছে। মনে করা হচ্ছে, বোর্ডের সভা হয়ে গেলে তবেই কোচ নিয়ে সিদ্ধান্ত হবে।
এমনিতে ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যরাও নিজে থেকে ক্রিকেটারদের সঙ্গে টুর্নামেন্ট চলাকালীন কথা বলতে খুব একটা ইচ্ছুক নন। তারা বলছিলেনই যে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেলে কোহলিদের সঙ্গে কথা বলবেন।
তবে বিভিন্ন মহল থেকে জানা যায়, উপদেষ্টা কমিটিতে থাকা সৌরভ, শচীন, লক্ষনরা বর্তমান কোচ কুম্বলেকেই রেখে দেওয়ার পক্ষে। কিন্তু গতকালই আবার জানা যায়, অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে বেশিরভাগেরই পছন্দ আগের পরিচালক রবি শাস্ত্রী। তারা নাকি আবার কুম্বলের আচরণে অসন্তুষ্ট।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ০৯ জুন, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।