ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠ ভেজা থাকায় টসে বিলম্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জুন ৯, ২০১৭
মাঠ ভেজা থাকায় টসে বিলম্ব ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করতে আর কিছু পরেই মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মাঠ ভেজা থাকায় খেলার উপযোগী নয় কার্ডিফের গ্রাউন্ড। তাই টস করতে বিলম্ব হচ্ছে।

শুক্রবার (৯ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনসে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

টুর্নামেন্টের শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।

‘এ’ গ্রুপে এটিই দু’দলের শেষ ম্যাচ। পরদিন বার্মিংহামে মুখোমুখি হবে গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলেও টাইগারদের সরাসরি সেমিতে খেলার কোনো নিশ্চয়তা নেই, অপেক্ষায় থাকতে হবে অস্ট্রেলিয়ার পরাজয়ের দিকে। তবে, আজ হারলে টুর্নামেন্ট থেকে নিশ্চিত বিদায় নিতে হবে।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের সমান ১ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তলানিতে কিউইরা। টানা দুই জয়ে সবার আগে সেমি নিশ্চিত করে স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অজিরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ/ তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন, রস টেইলর, নেইল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৯ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।