ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লাল-সবুজ গ্যালারিতে সমর্থকদের গর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ৯, ২০১৭
লাল-সবুজ গ্যালারিতে সমর্থকদের গর্জন লাল-সবুজ গ্যালারিতে সমর্থকদের গর্জন

কার্ডিফ থেকে: কিছুক্ষণ আগেও কার্ডিফের গ্যালারি নিশ্চুপ ছিল। কিউদের তৃতীয় উইকেটে কেইন উইলিয়ামসন ও রস টেইলরের ৮৩ রানের জুটির পর চতুর্থ উইকেটেও রস টেইলর ও নেইল ব্রুম যখন বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছিলো তখন মৌনতা ভর করেছিল লাল-সবুজের গ্যালারিতে।

কিন্তু ব্যক্তিগত ৬৩ রানে তাসকিনের বলে রস টেইলর ক্রিজে ফিরে যাওয়ার পর নড়েচড়ে বসেন টাইগার সমর্থকরা। এরপর মোসাদ্দেকের আঘাতে নেইল ব্রুম, কোরি অ্যান্ডারসন ও জিমি নিশাম ড্রেসিংরুমে ফেরার পর সেই পুরোপুরি গর্জে ওঠে টাইগারদের গ্যালারি।

বাংলাদেশ! বাংলাদেশ ধ্বনিতে মুখরিত হয় কার্ডিফ স্টেডিয়াম।

এমন ক্ষুরধার বোলিংয়ে দলীয় ৩শ রানের নিচে কিউদের আটকে দিতে পারলে সহজেই তা টপকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের লড়াইয়ে নিজ দলকে দেখা যাবে প্রত্যাশা করছেন কার্ডিফে আগত সমর্থকরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে কার্ডিফ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।