ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রশিদের সাত উইকেটের কীর্তিতে বিধ্বস্ত উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জুন ১০, ২০১৭
রশিদের সাত উইকেটের কীর্তিতে বিধ্বস্ত উইন্ডিজ ছবি: সংগৃহীত

রশিদ খানের স্পিন ঘূর্ণিতে নাকাল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের গৌরব অর্জন করলো আফগানিস্তান। সাত উইকেট নিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন ১৮ বছর বয়সী এ উদীয়মান লেগস্পিনার।

আফ্রিদি-ম্যাকগ্রার পাশে নাম লিখিয়েছেন রশিদ। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটি চতুর্থ সেরা বোলিং ফিগার (১৮/৭)।

এর চেয়ে কম রান দিয়ে শহীদ আফ্রিদি ও গ্লেন ম্যাকগ্রা সাতটি উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছিলেন। সবার উপরে চামিন্দা বাস। একমাত্র বোলার হিসেবে এক ম্যাচে ৮টি উইকেটের মালিক শ্রীলঙ্কান পেস কিংবদন্তি।

সেন্ট লুসিয়ায় আফগানদের ২১২ রানের জবাবে ১৪৯ রানে (৪৪.৪ ওভার) গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ৬৩ রানের স্মরণীয় এক জয় পায় আফগান ক্রিকেট। লজ্জাজনক হারে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার লক্ষ্যে বড় এক ধাক্কাই খেল র‌্যাংকিংয়ে ৯-এ থাকা ও. ইন্ডিজ।

...রশিদের বোলিং নৈপুণ্যে অসহায় আত্মসমর্পণই করে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৩৫ রান করেন শাই হোপ। পেসার আলজারি জোসেফের ব্যাট থেকে আসে ২৭। এছাড়া ওপেনার এভিন লুইস ২১ ও জোনাথন কার্টার করেন ১৯।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের মাঝারি পুঁজি দাড় করায় আফগানিস্তান। ৮১ রানের ইনিংস উপহার দেন ওপেনার জাভেদ আহমাদি। ৪১ রানে অপরাজিত থাকেন গুলবাদিন নায়েব।  

রোববার (১১ জুন) একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। আফগানদের সিরিজ জেতার হাতছানির বিপরীতে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের। এর আগে টি-২০ সিরিজটি ৩-০ তে জিতেছিল স্বাগতিকরা। কিন্তু, ওয়ানডের শুরুতেই হোঁচট খেল জেসন হোল্ডারের দল।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।