আগামী ২৬ জুন বিশেষ সাধারণ সভায় কুম্বলের ব্যাপারে চূড়ান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জানা যায়, শচীন টেন্ডুলকার, সৌরব গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণকে নিয়ে তিন সদস্যের উপদেষ্টা কমিটি (সিএসি) কুম্বলেকে ও. ইন্ডিজ সফর পর্যন্ত কোচ হিসেবে রাখতে বলেছে।
লন্ডনে বিসিসিআই’র সিইও রাহুল জোহরির সঙ্গে দেখা করে সিএসি। বলা হচ্ছে, মুহূর্তের নোটিশে কুম্বলেকে কোচের পদ থেকে সরিয়ে ফেলাটা কঠিন। ইস্যুটি সমাধানে আরও সময় চাওয়া হয়। এই কমিটিই গত বছর কুম্বলেকে এক বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ খেলবে ভারত। ত্রিনিদাদে আগামী ২৩ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাকি চারটি ম্যাচ যথাক্রমে ২৫, ৩০ জুন, ২ ও ৬ জুলাই মাঠে গড়াবে। ৯ জুলাই একমাত্র টি-টোয়েন্টি।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমআরএম