মোসাদ্দেক হোসেন সৈকতের বাউন্ডারিতে বিজয় নিশ্চিত হওয়ার পরপরই দেশের নানা প্রান্তে গভীর রাতেও রাস্তায় নেমে লাল-সবুজ পাতাকা নিয়ে ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করে। টুইটার-ফেসবুকে বইতে থাকে অভিনন্দন-শুভেচ্ছাবার্তার ঝড়।
সুইডেনে বসবাস করেন বাংলাদেশি তরুণ ক্রীড়া বিশ্লেষক রাফিউল সাব্বির। টাইগারদের বিজয় নিশ্চিত হওয়ার পর ফেসবুকে তিনি পোস্ট করেন, ‘২-৪ মাস চাকরি খুঁজতে খুঁজতে চরম ফ্রাস্টেটেড হওয়ার পর কোনো কোম্পানি থেকে অফার আসলে যে রকম আনন্দ, সেইরকম আনন্দ হইতেছে। আহ সাকিব। আহ রিয়াদ ভাই। ...’
‘আমরা করবো জয়’— এমন স্ট্যাটাস দেন কানাডাপ্রবাসী বাংলাদেশের কবি, নাট্যকার ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
আরও পড়ুন:: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আউট অস্ট্রেলিয়া!
হাবিব হাসান নামে এক অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি কার্ডিফের সোফিয়া গার্ডেনে বন্ধুদের সঙ্গে ম্যাচ উপভোগ করেন। বাংলাদেশের জয়ের পর তিনি উচ্ছ্বাসী বন্ধুদের নিয়ে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘কইছিলাম না, মিয়া!’
ইলিয়াসুর রহমান নামে এক বাংলাদেশি থাকেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। ম্যাচ জয়ের পর তিনি তার ফেসবুকে লেখেন, ‘শান্ত থাকো আর বাংলাদেশকে সমর্থন করো। জাগো বাংলাদেশ। ওহ জয়...!’
সৌদি আরবে বসবাসরত শেখ মহিউদ্দিন আহমেদ নামে বাংলানিউজের এক পাঠক ফেসবুকে মন্তব্য করেন, ‘সাবাস বাংলাদেশ... যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে কার্ডিফের মাঠ, সকল জায়গায় বাঙালিদের বিশাল জয় জয়কার...। ’টাইগারদের এ অবিশ্বাস্য জয়ে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের খবরে স্বাস্তিক ব্যানার্জি নামে মহারাষ্ট্রের পুনেতে বসবাসরত এক ভারতীয় বাঙালি মন্তব্য করেন, ‘বাংলাদেশ খুব ভালো খেলেছো...আমি চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাক। ’
তামিলনাড়ুতে বসবাসরত কার্থি রাজ নামে আরেক ক্রিকেটভক্ত মন্তব্য করেন, ‘বাংলাদেশ এ জয়ের দাবিদার। তারা দারুণ ভারসাম্যপূর্ণ দল এখন। ’
আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে এখন শোভা পাচ্ছে ম্যাচ জয় পরবর্তী মাহমুদুল্লাহ রিয়াদের গর্জনের ছবি। এই আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশের বিজয়ের খবরের নিচে কমেন্টে শুভকামনা জানান অনেক ভারতীয়, শ্রীলঙ্কান, আফগান ও পাকিস্তানি ক্রিকেটসমর্থক।
নয়াদিল্লির আরমান চৌধুরী নামে এক ক্রিকেটভক্ত সেখানে লেখেন, ‘সাকিব আর মাহমুদুল্লাহ কী ইনিংসটাই না খেললেন। তারা এই জয়ের দাবিদার। দারুণ পরিণত ক্রিকেট। শুভকামনা বাংলাদেশ। ’
ম্যাচ জয়ের পর টুইট করে বাংলাদেশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অস্ট্রেলিয়ান কিংবদন্তি শের্ন ওয়ার্ন, শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে, ইংরেজ ধারাভাষ্যকার জিওফ্রে বয়কট, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, দক্ষিণ আফ্রিকার সাবেক ড্যাশিং ক্রিকেটার মার্ক বাউচার, ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া ও সঞ্জয় মাঞ্জরেকার, পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, অলরাউন্ডার স্কট স্টাইরিস ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামির মতো তারকারা।
বাংলাদেশি এ সমর্থকদের পাশাপাশি এই তারকারাও বললেন, ‘সময় বদলে গেছে, আগে প্রতিপক্ষ দলগুলো চাইতো বাংলাদেশ প্রথমে ব্যাটিং করুক, যেন খেলাটা আগে শেষ হয়ে যায়, পরিস্থিতি কী দারুণভাবেই না বদলে গেল। ’
শুক্রবারের (৯ জুন) ম্যাচটিতে বাংলাদেশের জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডের এ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট এখন ৩। টাইগারদের তাকিয়ে থাকতে হচ্ছে শনিবার বিকেলে এজবাস্টনে শুরু হওয়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। এই ম্যাচে অস্ট্রেলিয়া হেরে গেলে বা বৈরী আবহাওয়ায় ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে পৌঁছে যাবে লাল-সবুজের বাহিনী।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এইচএ/