ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে বন্ধ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১৭
বৃষ্টিতে বন্ধ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ১০ম ম্যাচেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। আর ইংল্যান্ড এ ম্যাচে জিতলেই অস্ট্রেলিয়া এই আসর থেকে বিদায় নেবে। ‘এ’ গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমি ফাইনালে উঠবে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটহারিয়ে ২৭৭ রান করে অজিরা।  ব্যাটিংয়ে নেমে ৪০ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে ইংলিশরা তুলেছে ২৪০ রান।

শতক হাঁকিয়েছেন বেন স্টোকস।

প্রথমে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দলীয় ৪০ রানে নিজেদেরপ্রথম উইকেট হারায় সপ্তম ওভারের দ্বিতীয় বলে ইংলিশপেসার মার্ক উড ডেভিড ওয়ার্নারকে জস বাটলারেরক্যাচে পরিণত করান স্টিভেন স্মিথের সঙ্গে ৯৬ রানেরজুটি গড়ার পর বিদায় নেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি ৬৪ বলে আট চারে ৬৮ রান করে বেন স্টোকসেরবলে আউট হন।  

২৮তম ওভারের চতুর্থ বলে লেগ স্পিনারআদিল রশিদের শিকার হন মইসেস হেনরিকেস ব্যক্তিগত ১৭ রানে তিনি বিদায় নেন।  

৩৩ তম ওভারের প্রথম বলেইআউট হন অধিনায়ক স্টিভেন স্মিথ মার্ক উডের বলেলিয়াম প্ল্যাঙ্কেটের ক্যাচে আউট হওয়ার আগে ৭৭ বলেকরেন ৫৬ রান।

দলীয় ২৩৯ রানের মাথায় বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েল তার ব্যাট ভয়ঙ্কর হয়ে ওঠার আগে উড তৃতীয় শিকারবানান তাকে।  বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত এক ক্যাচনিয়ে ২০ রানে এ ডানহাতিকে ফেরান জেসন রয়।  

পরেরওভারেই নতুন ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েডকে ফেরান রশিদ এই ওভারেরই শেষ বলে মিচেল স্টার্কও ক্যাচ দিয়ে ফেরেন। রশিদের চতুর্থ উইকেটে শিকার হন প্যাট কামিন্স আর নবম উইকেট হিসেবে উডের বলে বোল্ড হন অ্যাডাম জাম্পা।

২৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৫ রানের মাথায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যান জেসন রয়, অ্যালেক্স হেলস আর জো রুট বিদায় নেন। এরপর জুটি গড়েন বেন স্টোকস আর দলপতি ইয়ন মরগান। এই জুটি থেকে আসে ১৫৯ রান। দলীয় ১৯৪ রানের মাথায় রানআউট হয়ে ফেরেন মরগান। এর আগে ৮১ বলে ৮টি চার আর ৫টি ছক্কায় করেন ৮৭ রান। বেন স্টোকস ১০২ রানে অপরাজিত, জস বাটলার অপরাজিত ২৯ রানে।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ১০ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।