ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ এখন স্বপ্নের সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুন ১০, ২০১৭
বাংলাদেশ এখন স্বপ্নের সেমিফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে ; ছবি-ফাইল ফটো

ডেথ গ্রুপ বলা হয়েছিল ‘এ’ গ্রুপকে। স্বাগতিক ইংল্যান্ড, দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ফর্মে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে এই গ্রুপে যোগ দিয়েছিল লাল-সবুজের জার্সি ধারণ করা বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল বাংলাদেশ।

তবে, বৃষ্টি ‘এ’ গ্রুপের সমীকরণটাও পুরো বদলে দিয়েছিল। নিউজিল্যান্ড-বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ও দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতেহয়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডকে হারিয়ে আগেই সেমির টিকিট নিশ্চিত করে স্বাগতিক ইংল্যান্ড। ঘুরে দাঁড়ানো টাইগাররা ইতিহাস সৃষ্টি করে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচেরআগে যে পরিস্থিতি ছিল, তাতে টুর্নামেন্টের অন্যতমফেভারিট অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ারশঙ্কায় আক্রান্ত হতে হয়েছিল।  ইংল্যান্ডের বিপক্ষে শেষম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য ছিল ‘জীবন-মরণ’, হারলেই‘বিদায়’।  আর সেখানেই বৃষ্টি আইনে অজিদের হারতে হলো ৪০ রানের ব্যবধানে।

ইংলিশদের সঙ্গে হেরে অস্ট্রেলিয়ার বিদায়ে দপ করে জ্বলেউঠে বাংলাদেশের সম্ভাবনার প্রদীপটা।  সেমিতে সরাসরি কোয়ালিফাই করেছে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহরা। বাংলাদেশ এখন স্বপ্নের সেমিফাইনালে।

সেমিতে টাইগাররা খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে। যেখানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, ১১ জুন,২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।