ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পেরেরার বদলে লঙ্কান দলে ডি সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, জুন ১১, ২০১৭
পেরেরার বদলে লঙ্কান দলে ডি সিলভা ডি সিলভা-ছবি:সংগৃহীত

ইনজুরি পড়া কুশাল পেরেরার পরিবর্তে শ্রীলঙ্কান দলে ডাক পেয়েছেন ধনঞ্জায়া ডি সিলভা। টুর্নামেন্টের বাকি অংশে লঙ্কান দলের অংশ হয়ে থাকবেন এই ক্রিকেটার। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি শনিবার শ্রীলঙ্কা দলের এই পরিবর্তন অনুমোদন দেয়।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও পরের ম্যাচে শক্তিশালী ভারতকে ৭ উইকেটে হারিয়ে এখনও সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তবে শেষ চারে জায়গা করে নিতে হলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই অ্যাঞ্জেলো ম্যাথিউজের দলের।

শ্রীলঙ্কার হয়ে ব্যাট করার সময় ইনজুরি আক্রান্ত হন পেরেরা। পরবর্তীতে জানা যায়, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই লঙ্কান। এর আগে চামারা কাপুগেদেরাও ইনজুরি আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন।

২৫ বছর বয়সী ডি সিলভা এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১৬টি একদিনের ম্যাচে খেলেছেন। তার ছোট ক্যারিয়ারে ৩৩৪ রানের সাথে আছে চারটি উইকেটও। মূলত একজন টপ অর্ডার ব্যাটসম্যান হলেও তার স্পিনের হাতও দুর্দান্ত। এ বছর সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ১১ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।