ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে সেমিতে দেখছেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জুন ১১, ২০১৭
পাকিস্তানকে সেমিতে দেখছেন আফ্রিদি ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদির বিশ্বাস, চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে পৌঁছাবে তার দেশ। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল ভারত। তবে, দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসে টিম ইন্ডিয়া।

এদিকে, দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে বসে।

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতলেই পাকিস্তান ওঠে যাবে সেমি ফাইনালে।

আফ্রিদি জানান, ‘আমি বলতে চাই এখনও পাকিস্তানের ভালো সুযোগ আছে শেষ চারে ওঠার। টুর্নামেন্টের আগে থেকেই পাকিস্তান শিরোপার দাবী জানিয়ে আসছে। আমরা বিশ্বাস করি সরফরাজ আহমেদের দলটি সেটি পারবে। এই দলটি যথেষ্ট আত্মবিশ্বাস ধরে রাখতে পারদর্শী। দক্ষিণ আফ্রিকার মতো ফেভারিট দলকে হারিয়ে পাকিস্তান আরও বেশি আত্মবিশ্বাসী। ’

পাকিস্তানের সিনিয়র এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘কার্ডিফে পাকিস্তানের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দল বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে। আমি বিশ্বাস করি পূর্ণশক্তির দল নিয়েই পাকিস্তান মাঠে নামতে পারবে। পজিটিভ অ্যাপ্রোচ নিয়েই লঙ্কানদের মুখোমুখি হবে দল। শুরুর ম্যাচে ভারতের বিপক্ষে হেরেও যেমনটা খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তেমনটাই খেলবে লঙ্কানদের বিপক্ষে। ’

অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাসিথ মালিঙ্গার মতো সিনিয়রদের সঙ্গে তরুণ তারকা ক্রিকেটাররা শ্রীলঙ্কার মূল অস্ত্র। আফ্রিদি মনে করেন, পাকিস্তানের তরুণ তারকারাই ম্যাচের ফল গড়ে দেবে। আর সিনিয়র তারকা মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকরা জ্বলে উঠলেই শেষ চারের টিকিট কাটতে পাকিস্তানকে বেগ পেতে হবে না।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ১১ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।