ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এই স্টোকসকে সবাই দলে চায়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুন ১১, ২০১৭
‘এই স্টোকসকে সবাই দলে চায়’ ছবি: সংগৃহীত

বেন স্টোকস, ইয়ন মরগান আর জস বাটলারের ব্যাটে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইয়ন মরগানের দল।

তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। স্বাগতিকরা বাংলাদেশ, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াকে হারিয়েছে।

শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। শেষ ম্যাচে ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস ১০২ রানে অপরাজিত থাকেন। ১৫৯ রানের জুটিতে মরগান করেন ৮৭ রান। তাদের এই জুটিতেই জয় পায় ইংলিশরা। অপরাজিত থাকেন জস বাটলার।

গত আইপিএলের আসরে রাইজিং পুনে সুপারজায়ান্ট কিনে নিয়েছিল স্টোকসকে। গত এক বছরে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তিনি। পুনে তাকে দলে টেনেছিল ১.৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড দিয়ে। দলপতি মরগান জানাচ্ছেন, স্টোকসকে দলে পেতে কে না চায়? প্রতিটি দলই এমন ক্রিকেটারকে দেখতে চায়। আর সবশেষ আইপিএলের আসরই এর প্রমাণ দিয়েছে।

মরগান যোগ করেন, স্টোকস মাঠে থাকা মানে মিডঅনে ফিল্ডিংয়ে বেশ কিছু রান সেভ করা। বল হাতেও দুর্দান্ত সে। যখন কোনো কিছুই আপনার পথে যাবে না, আপনি চাইবেন কোণে গিয়ে লুকাতে। তবে, স্টোকস সেরকম কেউ না। ’

স্টোকস প্রসঙ্গে ইংলিশ দলপতি মরগান আরও জানান, আইপিএলের আসরেও দেখেছি সে দারুণভাবে চাপকে জয় করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম স্পেলে তাকে দিয়ে ৪ ওভার বল করিয়েছি। এরপর কঠিন সময়ে আবারও তার হাতে বল তুলে দিয়েছি। সে সব ক্ষেত্রেই ভালো করেছে। ব্যাট হাতে সে উইকেটে বেশ রিলাক্স থাকে। সব কঠিন ম্যাচেই স্টোকস আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩টি বাউন্ডারি আর ৩টি ওভার বাউন্ডারিতে স্টোকস করেন অপরাজিত ১০২ রান। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। যার দুটিই এসেছে এ বছর।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ১১ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।