ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনাল মিশনে কার্ডিফ ছেড়েছে টাইগাররা  

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুন ১১, ২০১৭
সেমিফাইনাল মিশনে কার্ডিফ ছেড়েছে টাইগাররা   সেমিফাইনাল মিশনে কার্ডিফ ছেড়েছে টাইগাররা  

লন্ডন থেক: ১০ জুন (শনিবার) বৃষ্টি আইনে ইংল্যান্ডের কাছে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের সুবাদে বাংলাদেশ উঠে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নের সেমিফাইনালে। সেই সেমিফাইনাল খেলতেই বার্মিংহামের উদ্দেশে কার্ডিফ ছেড়েছে টিম মাশরাফি।

রোববার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় সেমি’র মহারণে অংশ নিতে কার্ডিফের টিম হোটেল ছেড়ে যায় অধিনায়ক মাশরাফি মর্তুজা ও তার সতীর্থরা।  
  
বার্মিংহাম পৌঁছে তিন দিনের অনুশীলন শেষে ১৫ জুন এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে টাইগাররা।

তবে প্রতিপক্ষ কে সেটা এখনও ঠিক হয়নি। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের জয়ী দলই সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।
 
এরআগে গ্রুপ পর্বের ম্যাচের প্রথমটিতে গত ১ জুন কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ৫ জুন একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টি বাধায় পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় মাশরাফিদের।
 
এরপর গেল ৯ জুন কার্ডিফে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে অবিস্মরণীয় জয় তুলে নেয় লাল-সবুজের দল।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।