ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জুন ১২, ২০১৭
বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন অশ্বিন বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন অশ্বিন-ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। আর আসরটির দ্বিতীয় সেমিতে আগামী ১৫ জুন বার্মিংহামে বাংলাদেশের বিপক্ষে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যেখানে শিরোপা জন্য আর দুটি ম্যাচই রয়েছে দু’দলের সামনে।

শেষ চারের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের কথা জানতে চাওয়া হয় ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছে। তবে উত্তরে তিনি টাইগারদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান।

এছাড়া এ ম্যাচকে ঘিরে তাদের বাড়তি আগ্রহ রয়েছে।

অশ্বিন বলেন, ‘আমরা এখন এই ম্যাচটির প্রতিই দৃষ্টি দিতে চাই। আপনারা জানেন বাংলাদেশ কতটা ভালো খেলে। বিশেষ করে তাদের দিনে, তারা দুর্দান্ত। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আমি তাদের শক্ত প্রতিপক্ষ ভেবেছি। তারা এখন সেমিফাইনালে। আর তাদের আমরা গুরুত্বের সঙ্গেই নিচ্ছি। ’

এদিকে আইসিসির বড় কোনো ইভেন্টে এশিয়ান দলগুলো আধিপত্য করছে বলে বেশ খুশি অশ্বিন। শুধুমাত্র উপমহাদেশে নয় ইংলিশ কন্ডিশনেও এর ধারাবাহিকতা ধরে রেখেছে।

চলতি আসরে ‘এ’ গ্রুপ থেকে রানারআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই গ্রুপে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ইংল্যান্ড। যেখানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে বিদায় নিতে হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।