ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মালিকের মাইলফলক ম্যাচে সানিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুন ১২, ২০১৭
মালিকের মাইলফলক ম্যাচে সানিয়া মালিকের মাইলফলক ম্যাচে সানিয়া-ছবি:সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর উপমহাদেশের বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি পাকিস্তান। কার্ডিফে যাদের হারালেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারের টিকিট চলে আসবে পাকিস্তানের হাতে। আর এ রকম গুরুত্বপূর্ণ ম্যাচেই ক্রিকেট জীবনের ২৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামবেন শোয়েব মালিক। 

যা দেখতে আবার মাঠে আসার কথা তার টেনিস তারকা স্ত্রী সানিয়া মির্জার। শোয়েবের ২৫০তম ম্যাচ সম্পর্কে রীতিমতো উচ্ছ্বসিত সানিয়া।

 

রোববার পাক মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার ক্রিকেট জীবনের আড়াইশোতম ম্যাচ খেলবে শোয়েব। যা পাকিস্তান ও ক্রিকেটের প্রতি ওর ভালবাসা এবং দায়বদ্ধতার পরিচয়। এটা শুধু ওর মা, বা ভাই-বোন বা আমার জন্যই গর্বের মুহূর্ত নয়। এটা সকলের কাছেই গর্বের। ’ 

এদিন নিজের স্বামী সম্পর্কে বলতে গিয়ে সানিয়া আরও বলেন, ‘খেলার জন্য সব সময় শোয়েবের পাশে থাকতে পারি না। কিন্তু ফোনে সব সময় যোগাযোগ থাকে। এর আগে অস্ট্রেলিয়ায় যখন খেলতে গিয়েছিলাম তখন পাকিস্তান সেখানে খেলছিল। ফলে শোয়েবের পাশে থাকতে পেরেছিলাম। ’

এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন সানিয়া। আগামী সপ্তাহ থেকেই বার্মিংহামের টুর্নামেন্টে খেলতে নামবেন তিনি। সে প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, ‘এখানে আসার পর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে গিয়েছিলাম। সোমবার শ্রীলঙ্কা ম্যাচও দেখতে যাব। তবে শুধু পাকিস্তান ম্যাচই নয়। ভারতের কিছু ম্যাচও দেখেছি। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ১২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।