ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের টিকিট বিশ্বসেরা কোন চারটি দল পাবে তা জানার জন্য টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। জমে ওঠা এবারের আসরে সেমি ফাইনালের মহারণে নামবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর স্বাগতিক ইংল্যান্ড।
এশিয়া মহাদেশের ক্রিকেটের তিন পরাশক্তিই এবার টুর্নামেন্টের শেষ চারে জায়গা দখল করেছে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে কার্ডিফে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সেমিতে ওঠে পাকিস্তান।
আগামী ১৪ জুন এ মাঠেই ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। আর পরদিন এজবাস্টনে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের শেষ চারে খেলবে বাংলাদেশ।
‘এ’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
গ্রুপপর্ব শেষে সেমিফাইনালেও কোনো চমক থাকতে পারে। সময়ই বলে দেবে ১৮ জুনের ফাইনালে মুখোমুখি হয় কোন দুই দল।
সেমি ফাইনালের লাইনআপ:
১৪ জুন: ইংল্যান্ড-পাকিস্তান-কার্ডিফ
১৫ জুন: ভারত-বাংলাদেশ-এজবাস্টন
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ১৩ জুন ২০১৭
এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।