ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘যোগ্য দল হিসেবেই শেষ চারে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
‘যোগ্য দল হিসেবেই শেষ চারে বাংলাদেশ’ ছবি: সংগৃহীত

‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মাইক হাসির মতে, যোগ্য দল হিসেবেই শেষ চারে খেলবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বিদায় নেয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে স্বাগতিক ইংল্যান্ড।

এবারই প্রথমবারের মতো আইসিসির কোনো মেগা ইভেন্টে সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় ১১ বছর পর খেলছে লাল-সবুজরা।

বাংলাদেশ দল নিয়ে বলতে গিয়ে হাসি জানান, ‘প্রথম আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে সুযোগ পেয়েছে বাংলাদেশ। আর তাদের দলটা দেখেই মনে বিশ্বাস জেগেছিল তারা সেমিতে ওঠার মতো দল। কারণ, এই দলে মূল ক্রিকেটাররা সবাই অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। আর অভিজ্ঞতা সবচেয়ে বড় সম্পদ। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে চাপের মধ্যে অভিজ্ঞতা খুব কাজে লাগে। ’

হাসি আরও যোগ করেন, ‘বাংলাদেশ হাথুরুসিংয়ের অধীনে খুব দ্রুতই উন্নতি করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ দারুণ ব্যাটিং করেছে। চাপের মধ্যে এর চেয়ে ভালো ব্যাটিং আর হয় না। এটাই অভিজ্ঞতার ফসল। ’

তবে, নিজের দেশ গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ায় হতাশ হয়েছেন হাসি। তারপরও বাংলাদেশকে যোগ্য সম্মান দিতে ভুলেননি এই অজি ক্রিকেটার, ‘অবশ্যই অস্ট্রেলিয়া হেরেছে বলে আমি হতাশ। তবে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলে যোগ্য দল হিসেবেই সেমিতে উঠেছে। আশা করি সেমি-ফাইনালেও দারুণ খেলবে বাংলাদেশ। ’

আগামী ১৫ জুন এজবাস্টনে বাংলাদেশের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তার আগেই ফাইনালের টিকিট কাটতে লড়বে পাকিস্তান আর স্বাগতিক ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ১৩ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।