ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘প্রোটিয়াদের থেকে ভালো খেলবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
‘প্রোটিয়াদের থেকে ভালো খেলবে বাংলাদেশ’ ‘প্রোটিয়াদের থেকে ভালো খেলবে বাংলাদেশ’-ছবি:সংগৃহীত

জমে উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আর শেষ চারের ২য় ম্যাচে প্রতিবেশী ভারত এর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ১৫ই জুন বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গ্রুপ ‘বি’তে ভারত নিজেদের শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা দলকে এক প্রকার উড়িয়ে দিয়েছে। কাগজে কলমে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল।

তবে বর্তমান ওয়ানডেতে তারা এক নম্বর দল হলেও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন ভারতের বিপক্ষে আফ্রিকানদের চেয়ে ভালো লড়াই করবে টাইগাররা।

এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘স্নায়ু যুদ্ধে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান থেকেও পিছিয়ে। ভারত দারুণ লড়াই করছে। এমন আবহাওয়া ও কন্ডিশনে ওরা শক্তিশালী হলেও তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ’

তিনি যোগ আরও করেন, ‘কাগজে কলমে বাংলাদেশ দুর্বল হলেও তারা আফ্রিকানদের থেকে ভালো লড়াই করবে। তাদের ভালো ব্যাটসম্যান রয়েছে, তারা স্পিন ভালো খেলে এবং বোলাররাও অনেক ভালো বল করছে। তবে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা ভারতকে তারা রুখতে পারবে কি না তা আমি নিশ্চিত নই। ’

এতকিছু বলার পরেও বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বাঙ্গালী। তিনি মনে করেন ভারত বাংলাদেশ থেকে অনেক এগিয়ে এবং পেশাদারিত্বের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে। তিনি এই বলে শেষ করেন যে, ‘ভারত পেশাদারিত্বের দিক থেকে অনেক এগিয়ে। বাংলাদেশকে ভারতীয় দলকে সামাল দিতে অনেক কষ্ট ভোগ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।