ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

জরিমানার কবলে সরফরাজের পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
জরিমানার কবলে সরফরাজের পাকিস্তান ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনাল নিশ্চিত করা পাকিস্তান জরিমানার কবলে। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক সরফরাজ আহমেদকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। দলের অন্য সদস্যদের ১০ শতাংশ।

আইসিসির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। যা কোড অব কন্ডাক্টের (আচরণবিধি) আর্টিক্যাল ২.৫.১ ভঙ্গের শামিল।

এক্ষেত্রে প্রতিটি ওভার ঘাটতিতে খেলোয়াড়দের ১০ শতাংশ হারে জরিমানা আরোপ করা হয়। অধিনায়কের দ্বিগুণ।

অধিনায়ক হিসেবে সরফরাজের অধীনে পাকিস্তান ১২ মাসের মধ্যে আবারো একই অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।

কার্ডিফে অনুষ্ঠিত সেমি নির্ধারণী গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন সরফরাজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে এনে দেন তিন উইকেটের রোমাঞ্চকর জয়। ২৩৭ রানের লক্ষ্যে ১৬২ রানে সাত উইকেট হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। সেখান থেকেই দলকে টেনে তোলেন।

অষ্টম উইকেটে মোহাম্মদ আমিরের সঙ্গে ৭৫ রানের অপরাজিত জুটিতে ৩১ বল ‍হাতে রেখে জয়োল্লাসে মাতেন সরফরাজ। তার ব্যাট থেকে আসে ৬১। আমির করেন ২৮। সেমিতে পাকিস্তানের সামনে স্বাগতিক ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১৩ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।