ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে আমিরকে নিয়ে আশাবাদী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
ফাইনালে আমিরকে নিয়ে আশাবাদী পাকিস্তান ছবি:সংগৃহীত

কাঁধের ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তানের দুর্দান্ত জয়ে মাঠে থাকতে পারেননি মোহাম্মদ আমির। তবে আসরটির ফাইনালে তাকে পেতে আশাবাদী পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। তবে ম্যাচের আগে হঠাৎই জানা যায়, ইনজুরির কারণে খেলতে পারবেন না বাঁহাতি পেসার আমির।

চলতি আসরে আমির এখন পর্যন্ত তিন ম্যাচে দুই উইকেট নিয়েছেন। তবে বোলিংয়ে ছিলেন ইকোনোমিক। এদিকে, ইংলিশদের বিপক্ষে আমিরের পরিবর্তে অভিষেক হওয়া রুম্মন রইস অসাধারণ বোলিং করেন।

আগামী ১৮ জুন ওভালে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। যেখানে আজকের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে জয়ী দল পাকিস্তানের মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৫ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।