ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

অনন্য মাইলফলকের সামনে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
অনন্য মাইলফলকের সামনে সাকিব ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওয়ানডে জার্সিতে সর্বোচ্চ রান তামিম ইকবালের। বামহাতি এই ওপেনারের পর দ্বিতীয় কোনো বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ৩২ রান করলেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন সাকিব। তার নামের পাশে এখন ৪ হাজার ৯৬৮ রান।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। তামিম-সাকিবের পর সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় এগিয়ে মুশফিকুর রহিম।

এখন পর্যন্ত সাকিব আল হাসান খেলেছেন ১৭৭টি ওয়ানডে। প্রায় ৩৫ ব্যাটিং গড় নিয়ে ওয়ানডেতে তার নামের পাশে সেঞ্চুরির সংখ্যা ৭টি, সঙ্গে রয়েছে ৩৪টি হাফ-সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ওয়ানডে ইনিংস ১৩৪।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ১৫ জুন ২০১৭
এমআরপি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।