ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

খেলা উপভোগে ভরসা স্মার্টফোন

মাহিদুল ইসলাম রিপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
খেলা উপভোগে ভরসা স্মার্টফোন স্মার্টফোনে খেলা উপভোগ করছেন নানা বয়সী ক্রিকেটপ্রেমীরা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেমিফাইনাল। খেলা শুরু হওয়ার পরপরই বিদ্যুৎ চলে যায় দিনাজপুরের বিভিন্ন এলাকায়। এতে হতাশ ক্রিকেটপ্রেমীরা। 

তবে এই অবস্থার মধ্যেও খেলা উপভোগে পিছিয়ে পড়ছেন না তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা ক্রিকেটপ্রেমীরা। তারা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে খেলা উপভোগ করছেন।

অনেকে বিভিন্ন অ্যাপসে রাখছেন স্কোরকার্ডের খোঁজখবর।  

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়েছে খেলা। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই শহরের বিভিন্ন স্থানে জটলা বেঁধে নানা বয়সী মানুষকে স্মার্টফোনে খেলা উপভোগ করতে দেখা যায়। নানা বয়সী মানুষ স্মার্টফোনে খেলা উপভোগ করছেন।  ছবি: বাংলানিউজজেলা শহরের পুলহাট এলাকার মোস্তাফিজুর রহমান বাবু বাংলানিউজকে বলেন, খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে। এটা খুবই দুঃখজনক। এখন আমরা মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে লাইভ দেখছি।  

মাসুদ আলম নামের অপর একজন বলেন, আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়াও টেলিভিশন এখন মানুষের হাতে হাতে। প্রিয় দেশের খেলা এখন বিদ্যুৎ ছাড়াও দেখা যাচ্ছে। তবে ইন্টারনেটের ধীর গতির কারণে খেলা দেখতে কিছুটা অসুবিধা হচ্ছে।  

সেমিফাইনালে জয়ী হয়ে বাংলাদেশ ফাইনালে চলে যাবে বলেও প্রত্যাশা করেন মাসুদ আলম।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।