ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

এতো সহজ জয় পাবেন কোহলি নিজেও ভাবেননি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এতো সহজ জয় পাবেন কোহলি নিজেও ভাবেননি ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু ছন্দে থাকা বাংলাদেশের বিপক্ষে যে এতোটা সহজ জয় পাবেন তা স্বয়ং বিরাট কোহলিও আশা করেননি। একপেশে সেমিফাইনাল শেষে এমন অভিমতই ব্যক্ত করেন ভারতীয় অধিনায়ক।

এজবাস্টনে তামিম-মুশফিকের ১২৩ রানের তৃতীয় উইকেট পার্টনারশিপে ম্যাচে ফিরলেও মিডলঅর্ডারের ব্যর্থতায় ভারতকে বড় টার্গেট ছুঁড়ে দিতে ব্যর্থ হয় বাংলাদেশ। ২৬৪ রানের জবাবে টপঅর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯.৫ ওভার হাতে রেখে অনায়াসেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

১৭৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন সেঞ্চুরিয়ান রোহিত শর্মা (১২৩ অপ.) ও কোহলি (৯৬ অপ.)।

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের সহজ জয় আশাই করেননি কোহলি, ‘আরেকটি পরিপূর্ণ ম্যাচ। আমাদের পরিষ্কার পারফরম্যান্স দরকার ছিল, সমষ্টিগত জয়। আমরা ৯ উইকেটের জয় পাব এমনটি আশা করিনি, কিন্তু এটা আমাদের টপঅর্ডারের কোয়ালিটি। ’

আত্মবিশ্বাসী জয়ে শিরোপা নির্ধারণীতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে কোহলির ভারত। চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সে স্বাগতিক ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়ে দেয় সরফরাজ আহমেদের দল। রোববার (১৮ জুন) লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।