ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

অবসর নয়, খেলাটা উপভোগ করছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
অবসর নয়, খেলাটা উপভোগ করছেন মাশরাফি ছবি: সংগৃহীত

মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথমবার আইসিসির মেগা ইভেন্টে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন। চ্যাম্পিয়নস ট্রফির আত্মবিশ্বাস নিয়ে এখন ২০১৯ বিশ্বকাপে চোখ বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে অবসর নিয়ে একটা গুঞ্জন উঠলেও ওয়ার্ল্ডকাপকে দৃষ্টিসীমায় রাখছেন মাশরাফি।

আগামী বিশ্বকাপে মাশরাফি খেলবেন তো? বাংলাদেশি সমর্থকদের মনে এমনই একটা বড় প্রশ্ন ভর করছিল। অনেকেই আবার ভেবেছিলেন চ্যাম্পিয়নস ট্রফি শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন ‘নড়াইল এক্সপ্রেস’! কিন্তু, সবার প্রত্যাশা একটাই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের নেতৃত্ব দিক মাশরাফি।

দু’বছর পর ইংল্যান্ডের মাটিতেই বসবে ১২তম ক্রিকেট ওয়ার্ল্ডকাপ।

...ইতোমধ্যেই টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৩ বছর বয়সী মাশরাফি। গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে অনেকটা হঠাৎ করেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। খেলে যাচ্ছেন ওয়ানডে। ভক্তদের মাঝে এখনো উদ্বেগের বিষয় পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত খেলবেন তো মাশরাফি?

ভারতের কাছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে হারের পর এমন প্রশ্নের মুখে পড়েন মাশরাফি। পরিষ্কারভাবে কিছুই জানাননি। এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলেও নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত খেলাটা উপভোগ করছেন, ‘হয়তো, হয়তো বা না (অবসর প্রসঙ্গে)। আমি এখনো আমার খেলাটা উপভোগ করছি। ’

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ১৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।