ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীন-লারা-ডি ভিলিয়ার্সদের ছাড়িয়ে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
শচীন-লারা-ডি ভিলিয়ার্সদের ছাড়িয়ে কোহলি ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে রেকর্ডের বরপুত্র এখন বিরাট কোহলি। রানের ফুলঝুরি ফুটিয়ে যাচ্ছেন অনবরত। সবশেষ বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রানের রেকর্ড গড়েছেন শচীন টেন্ডুলকারের উত্তরসূরি।

এজবাস্টনে বাংলাদেশের দেয়া ২৬৫ রানের লক্ষ্যটা ৯ উইকেট হাতে রেখে ফাইনাল নিশ্চিত করে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ১২৩ ও ৯৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক কোহলি।

এদিক থেকে স্বদেশী ক্রিকেট ঈশ্বর শচীনের চেয়ে যোজন যোজন এগিয়ে কোহলি। ৮ হাজার পূরণ করতে কোহলির যেখানে লেগেছে ১৭৫ ইনিংস টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ২১০টি। সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকান আইকন এবি ডি ভিলিয়ার্স (১৮২)।

...ডি ভিলিয়ার্সের চেয়ে সাতটি ইনিংস কম খেলে দ্রুততম আট হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন কোহলি। এ তালিকায় তৃতীয় স্থানে সৌরভ গাঙ্গুলি। ২০০তম ইনিংসে এ মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। শচীনের চেয়ে এক ইনিংস বেশি খেলে সেরা পাঁচে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা।

এখন পর্যন্ত ১৮৩ ওয়ানডেতে কোহলির রান ৮০০৮। গড় ৫৪.৪৭। ৪২টি ফিফটির পাশাপাশি ২৭টি সেঞ্চুরির মালিক ভারতীয় ব্যাটিং জিনিয়াস।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ১৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।