ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সকলের জন্য শিরোপাটা এনে দাও: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
সকলের জন্য শিরোপাটা এনে দাও: আফ্রিদি ছবি: সংগৃহীত

স্বাগতিক ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শিরোপা নির্ধারণীতে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। চ্যাম্পিয়নস ট্রফি কার কপালে জুটবে সেটা ১৮ তারিখে নিশ্চিত হবে।

তার আগে ভারত-পাকিস্তান উত্তেজনাপূর্ণ ম্যাচের পারদ ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। যেই ট্রফি ঘরে তুলুক।

আরেকটি এশিয়াভিত্তিক ফাইনাল দেখবে বিশ্ব। পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদির বিশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতবে পাকিস্তান।

আফ্রিদি জানান, ‘আমি বলতে চাই পাকিস্তানের ভালো সুযোগ আছে শিরোপা জেতার। ভারত ভালো খেলেই ফাইনালে উঠেছে। কিন্তু, এবার বড় আসরের বড় ম্যাচ। টিম পাকিস্তানকে বলছি, শান্ত থাকো আর ম্যাচের দিকে নিজেদের ফোকাস ধরে রাখো। তাহলেই কেবল শিরোপা জিততে পারবে। ’

আফ্রিদি আরও জানান, ‘পাকিস্তান দলটি যথেষ্ট আত্মবিশ্বাস ধরে রাখতে পারদর্শী। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো ফেভারিট দলকে হারিয়ে পাকিস্তান আরও বেশি আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ হারের পরও যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসা করার মতো। প্রথম ম্যাচে ভারতের কাছে লজ্জাজনকভাবে পরাজয়ের পর পাকিস্তান দলের পুনর্জাগরণ ও কমিটমেন্টে প্রকৃত অর্থেই আমি গর্বিত। পজিটিভ অ্যাপ্রোচ নিয়েই ভারতের মুখোমুখি হবে দল। ভারত-পাকিস্তানের মধ্যে যে পার্থক্য সেটা বয়সভিত্তিক। আমাদের শক্তির জায়গা ডেথ বোলিং। আর ফিল্ডারদের কাছ থেকে সহায়তা পেলে আমাদের বোলিং বিভাগ অনেক বেশি ভালো করবে। ’

.‘ফাইনালে পাকিস্তানকে অবশ্যই নির্ভার থাকতে হবে এবং ম্যাচটি উপভোগ করতে হবে। ভিন্ন কিছু চিন্তা করার দরকার নেই। ছোট ছোট সমস্যা সমাধান এবং সেরা একাদশের মেধার সর্বোচ্চ ব্যবহারের প্রতি নজর দেয়া উচিত। একটা জাদুকরী মুহূর্ত থেকে আমরা এক ম্যাচ দূরে। ক্রিকেটারদের বলছি, ভক্ত-সমর্থক সকলের জন্য শিরোপাটা এনে দাও। ’ যোগ করেন আফ্রিদি।

ফাইনালের মাধ্যমে পুরোদুস্তর দক্ষিণ এশিয়ার ফাইনালে পরিণত হচ্ছে এই টুর্নামেন্ট। পাশাপাশি আরেকবার ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা। রোববার (১৮ জুন) লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। ফাইনাল সামনে রেখে আত্মবিশ্বাসী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বেও দুই দল মুখোমুখি হয়েছিল। বার্মিংহামে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের চতুর্থ ম্যাচে গত ৪ জুন ম্যাচটি ডিএল পদ্ধতিতে ১২৪ রানের উড়ন্ত জয় পেয়েছিল কোহলির দল। শিরোপা লড়াইয়ে সরফরাজ আহমেদদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১৬ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।