ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের আম্পায়ার এরাসমাস-কেটেলবার্গ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
ফাইনালের আম্পায়ার এরাসমাস-কেটেলবার্গ কেটেলবার্গ ও এরাসমাস-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য মাঠের আম্পায়ার হিসেবে আইসিসি মনোনয়ন দিয়েছে দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস ও ইংল্যান্ডের রিচার্ড কেটেলবার্গকে। আগামীকাল (১৮ জুন) ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

রোববার ওভালের এই ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার। আর শ্রীলঙ্কান কুমার ধর্মসেনা থাকবেন রিজার্ভ আম্পায়ার হিসেবে।

ম্যাচ রেফারি ডেভিড বুন।

৫৩ বছর বয়সী এরাসমাস এখন পর্যন্ত ৭১টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। যেখানে এবারের আসরে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম সেমিফাইনালে তিনি দায়িত্বে ছিলেন।

অন্যদিকে ৪৪ বছরের কেটেলবার্গ ৭২টি ৫০ ওভারের ম্যাচে আম্পায়ার হিসেবে কাজ করেছেন। আর চলমান টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৭ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।