ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বেশি চাপে থাকবে ভারত: মেহমুদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
বেশি চাপে থাকবে ভারত: মেহমুদ ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের হাইভোল্টেজ এই ম্যাচে বেশি চাপে থাকবে ভারত, এমনটি মনে করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও বর্তমান বোলিং কোচ আজহার মেহমুদ।

ওভালে রোববার (১৮ জুন) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

আজহার মেহমুদ জানান, ‘আমাদের কিছুই হারানোর নেই।

সবাই এই ম্যাচে ভারতকে ফেভারিট হিসেবে দেখছে। তাই চাপটাও তাদেরই বেশি। সবাই ভারত-ভারত করছে, কিন্তু আমি বলতে চাই আমরা শিরোপা জেতার জন্যই এই মঞ্চে নেমেছি। ’

গ্রুপপর্বে এই ভারতের বিপক্ষেই বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। টিম ইন্ডিয়ার বিপক্ষে ১২৪ রানে হারের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় পাকিস্তান। অঘোষিত কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে হতাশ করে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। এরপর সেমি ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কাটে আজহার মেহমুদের উত্তরসূরিরা।

মেহমুদ আরও জানান, ‘শীর্ষ আট দলকে নিয়ে এবারের আসর শুরু হয়েছে। পাকিস্তান কিন্তু তলানির দল হিসেবে জায়গা পেয়েছে। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরু করেছে ভারত। আইসিসির কোনো মেগা ইভেন্টে সবসময়ই কিন্তু ভারতের নাম উপরের দিকে রাখা হয়। এবার আমাদের সময় এসেছে নিজেদের প্রমাণ করার। বহু বছর হয়ে গেল আইসিসির মেগা ইভেন্টে পাকিস্তান ভালো কিছু করতে পারেনি। দলের সবাই এবার সেই আক্ষেপ ঘোঁচাতে চায়। ইতিহাস সব সময়ই বদলে যায়, আমি আশা করছি এবার পাকিস্তান তাদের ক্রিকেট ইতিহাস বদলে দেবে। ’

গ্রুপপর্বে পাকিস্তানকে হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ভারত। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না জিতলে ফাইনালে ওঠার পথ বন্ধ হয়ে যেত টিম ইন্ডিয়ার। সেমিতে ওঠে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানকে ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ হিসেবে পায় বিরাট কোহিলর দল।

আজহার আরও যোগ করেন, ‘ফাইনাল ম্যাচ এমনিতেই বড় কিছু। তার ওপর ভারত-পাকিস্তান ফাইনাল। এটা অ্যাশেজের থেকেও বড় কিছু। দুই দেশের সমর্থকদের কাছেই চাওয়া-পাওয়ার অনেক হিসেব থাকে। ক্রেজি ক্রিকেট ভক্তদের কাছে যেমন এই ম্যাচ চাপ তৈরি করবে, তেমনি দুই দলের ক্রিকেটারদের মধ্যেও চাপ তৈরি হবে। এই চাপ সামলে খেলতে হবে পাকিস্তানকে। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৭ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।