ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টুইট করে বিতর্কে হার্দিক পান্ডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
টুইট করে বিতর্কে হার্দিক পান্ডে টুইট করে বিতর্কে হার্দিক পান্ডে-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ভারতের করুণ পরাজয় হয়েছে। ব্যাটিং ইনিংসে বলতে গেলে দলটির হয়ে একাই লড়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডে। ম্যাচের পরে তাকে নিয়েই দেখা দিল বিতর্ক। এর মূলে রয়েছে তার একটি টুইট।

ফাইনালে রবিন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন হার্দিক। যার হতাশা মাঠেই স্পষ্ট প্রকাশ করেছিলেন তিনি।

তবে ম্যাচের পরেও যে সতীর্থের ভুলে আউট হওয়ার ব্যাপারটা মেনে নিতে পারেননি হার্দিক, তার ইঙ্গিত পাওয়া যায় একটি টুইটে।

রাতেই হার্দিক টুইট করেন, ‘আমাকে তো নিজের লোকই শেষ করে দিল। বাইরের লোকের কোথায় এত দম ছিল। ’ মুম্বাইয়ের অলরাউন্ডারের এই টুইট করার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠে যায়, হার্দিকের টুইটের লক্ষ্য কি তা হলে জাদেজা? এর পরই অবশ্য হার্দিকের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটটি মুছে ফেলা হয়।

পাকিস্তানের ৩৩৮ রানের জবাবে ভারত মাত্র ১৫৮ রানেই নিজেদের সবকটি উইকেট হারায়। তবে দলের হয়ে একাই লড়ে যান ৪৩ বলে ৭৬ রান করা ডানহাতি হার্দিক। এর আগে বল হাতে একটি উইকেটও লাভ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ২০ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।