ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আজহারের কাছে লিজেন্ড তারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
আজহারের কাছে লিজেন্ড তারা ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে নিয়েছে পাকিস্তান। দেশে ফিরে পাকিস্তানের ওপেনার আজহার আলী প্রতিদ্বন্দ্বিতার কথা ভুলে ভারতের তারকা মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি আর যুবরাজ সিংকে লিজেন্ড বলেই জানালেন।

ভারত-পাকিস্তান ফাইনালের আগে পাকিস্তানের দলপতি সরফরাজ আহমেদের ছেলেকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন ভারতের সিনিয়র তারকা ও সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হলে অনেকেই একে ‘স্পোর্টসম্যানশিপ’ বলে বাহবা দিয়েছিলেন।

এবার আজহারও একই কাণ্ড করে ক্রিকেট বিশ্বের বাহবা পাচ্ছেন।

ফাইনালের আগে আজহারের দুই ছেলে ধোনি, যুবরাজ আর কোহলির সঙ্গে ছবি তুলেছিল। হাসি মুখেই ভারতীয় তারকারা প্রতিপক্ষের ক্রিকেটারের ছেলেদের সঙ্গে সময় কাটান, ছবি তোলেন। আর এটাই আজহারকে মুগ্ধ করেছে।

.টুইটারে ছবিগুলো পোস্ট করার পর আজহার লিখেছেন, ‘ধন্যবাদ জানাই ধোনি-কোহলি-যুবরাজদের মতো লিজেন্ডদের, তারা আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছেন। বাচ্চারা তাতে অনেক খুশি। ’

মাঠের লড়াইয়ে দুই দলের ক্রিকেটাররা কেউ কাউকে ছাড় দেননি। তবে, এই যুদ্ধ কেউই তা মাঠের বাইরে নিয়ে যাননি। ফাইনাল ম্যাচ শেষেও দুই দলের ক্রিকেটাররা কুশল বিনিময়ের সঙ্গে হাসি, ঠাট্টায় মেতে উঠেছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলিও মাঠের মধ্যেই আড্ডা জমিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ২০ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।