ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভনের চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জুন ২২, ২০১৭
ভনের চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশে সাকিব ভনের চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশে সাকিব-ছবি:সংগৃহীত

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে পাকিস্তান। আর ফাইনালের পর থেকেই টুর্নামেন্ট নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা।

এ আসরে দারুণ পারফরম্যান্স করে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। যেখানে শেষ চারে দলকে তুলতে উজ্জ্বল ভূমিকা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এরই সুবাদে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন নিজের পছন্দের চ্যাম্পিয়ন্স ট্রফি একাদশে রেখেছেন সাকিবকে।

চার ম্যাচ খেলে ৪২ গড়ে ১৬৮ রান করেছিলেন সাকিব। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে বোলিংয়ে অবশ্য এ আসরটি খুব ভালো যায়নি তার।

এই একাদশে পাকিস্তানের সর্বোচ্চ পাঁচজন রয়েছেন। যেখানে অধিনায়ক করা হয়েছে সরফরাজ আহমেদকে। আর ওপেনার হিসেবে আছেন ফখর জামান ও ভারতের শিখর ধাওয়ান। তিন নম্বর পজিশনে আরেক ভারতীয় রোহিত শর্মা থাকলেও এই দলে বিরাট কোহলি না থাকায় সমালোচনা হয় ভনের।

ইংল্যান্ডের জো রুট, বেন স্টোকস ও আদিল রশিদ রয়েছেন। তবে তিন পেসার মোহাম্মদ আমির, হাসান আলী ও জুনায়েদ খান সবাই পাকিস্তানি।

মাইকেল ভনের সেরা চ্যাম্পিয়নস ট্রফি একাদশ: ফখর জামান, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, জো রুট, সাকিব আল হাসান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), বেন স্টোকস, আদিল রশিদ, মোহাম্মদ আমির, হাসান আলী, জুনায়েদ খান।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।