ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

খুলনা টাইটান্সে ক্রিস লিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭
খুলনা টাইটান্সে ক্রিস লিন ছবি: সংগৃহীত

আগামী ৪ নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াবে। এই আসরকে কেন্দ্র করে ইতোমধ্যেই ঢাকা ডাইনামাইটস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস বিদেশি তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়ে ঘর গোছানো শুরু করে দিয়েছে।

খুলনা টাইটান্স এবার দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ক্রিস লিনকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুলনার দলটি বিষয়টি নিশ্চিত করেছে।

গত আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন তিনি। আইপিএলে ভালো করার সুবাদে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছিলেন।

আইপিএলের গত আসরে কলকাতার জার্সিতে খেলেছেন সাতটি ম্যাচ। যেখানে মারকুটে এই ব্যাটসম্যান ১৮০.৯৮ স্ট্রাইকরেটে করেছেন ২৯৫ রান। তার ব্যাট থেকে ৪৯.১৬ গড়ে তিনটি হাফসেঞ্চুরি এসেছিল। সর্বোচ্চ ইনিংস খেলেছেন অপরাজিত ৯৩ রানের।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২২ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।