ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘খামখেয়ালি ইনজুরি’তে তোলপাড় বিশ্ব গণমাধ্যম!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জুন ২২, ২০১৭
‘খামখেয়ালি ইনজুরি’তে তোলপাড় বিশ্ব গণমাধ্যম! রুবেল হোসেন-ছবি:সংগৃহীত

ইনজুরির কারণে হঠাৎই অস্ত্রোপচারে যেতে হচ্ছে বাংলাদেশি পেসার রুবেল হোসেনকে। আর এ ইনজুরির কারণে তাকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। রুবেলের এই ইনজুরিটি সাধারণই মনে হতে পারে, কিন্তু এর কারণটি বেশ হাস্যকরই বটে।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। সবই ঠিকঠাক ছিল।

কিন্তু ফেরার পর জানা যায়, ইনজুরিতে পড়েছেন রুবেল। এর কারণ হিসেবে তিনি জানান, হোটেলের দরজার সঙ্গে ধাক্কা লেগে চোয়ালে চোট পান। আঘাতটি লাগে নাক ও চোখের মাঝ বরাবর।

রুবেলের এমন ইনজুরিটি ব্যতিক্রম হওয়ায় ভিন্নভাবেই গণমাধ্যমগুলো সংবাদ ছেপেছে। তবে তার চোটটি যে বিদেশি মাধ্যমে ঝড় তুলবে কে জানতো। ইতোমধ্যে বড় বড় বেশ কয়েকটি সংবাদমাধ্যমই এক প্রকার মজা করেই সংবাদ করেছে!

নিচে কয়েকটি গণমাধ্যমের শিরোনাম পাঠকদের জন্য তুলে ধরা হলো:

•    দক্ষিণ আফ্রিকান পোর্টাল ‘আইওএল’ শিরোনাম করেছে: ক্রিকেটার + দরজা = ভাঙা চোয়াল!
•    ভারতীয় ক্রীড়া পোর্টাল ‘স্পোর্টসক্রীড়া’ লিখেছে: খামখেয়ালি ইনজুরিতে এক মাস মাঠের বাইরে রুবেল হোসেন।
•    ভারতীয় দৈনিক ডিএনএ, ডেকান ক্রনিকাল ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রায় একই শিরোনাম করেছে: দরজার সঙ্গে ধাক্কা লেগে অস্ত্রোপচারে বাংলাদেশের রুবেল।
•    দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ওয়েবসাইট ‘স্পোর্টস২৪’ লিখেছে: দরজার সঙ্গে ধাক্কা লেগে চোয়াল ভাঙার পর অস্ত্রোপচারে রুবেল।
•    ভারতের প্রথমসারির নিউজ নেটওয়ার্ক ‘জি নিউজ’ লিখেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭’র পর দরজার দিকে হাঁটলেন বাংলাদেশি বোলার রুবেল হোসেন।
•    দক্ষিণ আফ্রিকান নিউজ এজেন্সি ‘নিউজ১৮’ লিখেছে: দরজার সঙ্গে ধাক্কা লাগার পর অস্ত্রোপচারে রুবেল হোসেন।
•    ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিক-আই’ লিখেছে: দরজার সঙ্গে ধাক্কা লাগার পর ছুরি-কাঁচির নিচে রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ২২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।