ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ দিয়ে নারী ক্রিকেটে ডিআরএস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
বিশ্বকাপ দিয়ে নারী ক্রিকেটে ডিআরএস ছবি: সংগৃহীত

নারী ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হলো ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আসন্ন বিশ্বকাপে এ প্রযুক্তি ব্যবহার করা হবে। ইংল্যান্ডে আগামী ২৪ জুন একাদশতম আসরের পর্দা উঠবে।

ওয়ানডে ফরমেটে পুরুষদের ক্রিকেটের মতোই একই নিয়ম থাকবে। দুই দলই আম্পায়ারের সিদ্ধান্ততে চ্যালেঞ্জ জানিয়ে প্রতি ইনিংসে একটি করে রিভিউ নিতে পারবে।

সফল হলে রিভিউ অপরিবর্তিত থাকবে।

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফির পর এবার ওমেন্স ওয়ার্ল্ডকাপ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস। উদ্বোধনী দিনে দু’টি ম্যাচ মাঠে গড়াবে। ডার্বিতে স্বাগতিক ইংলিশদের মোকাবেলা করবে ভারত। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। একই সময়ে ব্রিস্টলে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা নারী টিম।

শিরোপা লড়াইয়ে মোট আটটি দল অংশ নিচ্ছে। নকআউট পর্বের আগে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ ‍চারটি দল উঠে যাবে সেমিফাইনালে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘন্টা, ২২ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।