ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত-উইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ভারত-উইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পোর্ট অব স্পেনে বৃষ্টির কারণে স্থানীয় সময় পৌনে চারটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৩৯.২ ওভার ব্যাট করার সুযোগ পায়। দুই ওপেনার আজিঙ্কা রাহানে আর শিখর ধাওয়ানের অর্ধশতকে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে টিম ইন্ডিয়া।

বৃষ্টিতে আর ব্যাট করতে পারেনি বিরাট কোহলিরা।

রাহানে ৭৮ বলে ৮টি চারের সাহায্যে করেন ৬২ রান। আর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৮৭ রান। দেবেন্দ্র বিশুর বলে এলবির ফাঁদে পড়ার আগে ৯২ বলে ৮টি চার আর ২টি ছক্কা হাঁকান দারুণ ফর্মে থাকা ধাওয়ান। কোহলি ৪৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন যুবরাজ সিং। আর ৯ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।

বৃষ্টির পর ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৪ রান। ম্যাচ মাঠে গড়ানোর ১২ মিনিট আগে আবার বৃষ্টি নামলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ২৪ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।