ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা ডায়নামাইটসে গুনারত্নে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ঢাকা ডায়নামাইটসে গুনারত্নে ঢাকা ডায়নামাইটসে গুনারত্নে-ছবি:সংগৃহীত

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ৪ নভেম্বরে। তবে এর কয়েক মাস আগেই বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। দল গোছানোর কাজটা পুরোদমে করছে ঢাকা ডায়নামাইটস। এবার সেই খাতায় নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার আসেলা গুনারত্নে।

এখনো আসেলা গুনারাত্নেকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা ডায়নামাইটস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আসেলা গুনারত্নের নামে বর্ণগুলো এলোমেলোভাবে লিখে তার নাম বের করতে বলা হয়েছে।

ছবির সাথে তারা গুনারাত্নের ওয়ানডে অভিষেকে অর্ধশতক এবং পরের ম্যাচ শতক হাঁকানোর কীর্তি তুলে ধরে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই অর্ধশতক হাঁকিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়ে অবদান রাখার গল্পও উল্লেখ করা হয়। সেখান থেকেই শতভাগ নিশ্চিত হওয়া যায় তিনি আর কেউ নন, লঙ্কান অলরাউন্ডার গুনারত্নে।

এর আগে শহীদ আফ্রিদি, সুনিল নারাইন ও শেন ওয়াটসনকে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস। এছাড়া এভিন লুইস ও কুমার সাঙ্গাকারাকে রেখে দিয়েছে তারা।

আট দলের অংশগ্রহণে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-২০ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ২৪ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।