ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার বুমরাহকে কটাক্ষ করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এবার বুমরাহকে কটাক্ষ করলো পাকিস্তান ছবি:সংগৃহীত

ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে ফের কটাক্ষ করা হলো। নিজ দেশের পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে ব্যাঙ্গ করা হলো তাকে।পাকিস্তানের ফয়সালাবাদ পুলিশ সেই নো বলকে কেন্দ্র করেই একই প্রচারণা চালালো।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ’র নো-বলের একটি ছবি ভারতের জয়পুরের বিশাল এক বিলবোর্ডে সংযুক্ত করে তাতে ক’দিন আগে সীমা অতিক্রম সংক্রান্ত জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করেছিল ভারতের জয়পুর পুলিশ। এ নিয়ে বেশ কয়েকদিন চলেছে তর্ক-বিতর্ক।

তবে পরবর্তীতে জয়পুর পুলিশ বুমরাহর কাছে ক্ষমাও চেয়েছে।

এবার একই কাজ করেছে পাকিস্তানের ফয়সালাবাদ পুলিশ! বুমরাহ’র নো-বলের সেই ছবিটিই তারা ব্যবহার করেছে একই কাজে, একই বার্তা প্রদানের মাধ্যমে!

প্রথম ঘটনায় অবশ্য বেজায় চটেছেন বুমরাহ। সম্প্রতি এক টুইট বার্তায় ভারতীয় পুলিশের উদ্দেশ্যে খোঁচা মেরে তিনি লিখেন, ‘জয়পুর পুলিশের কর্মকাণ্ডে দারুণ লাগছে। মনে হচ্ছে দেশের হয়ে কাজ করে এরা অনেক সম্মান পেয়েছেন। ’

এদিকে এমন ঘটনার পর ফয়সালাবাদ পুলিশ ‍অবশ্য কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২৬ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।