ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মন্ত্রীকে ‘বানর’ বলায় নিষেধাজ্ঞায় মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
মন্ত্রীকে ‘বানর’ বলায় নিষেধাজ্ঞায় মালিঙ্গা নিষেধাজ্ঞা সহ জরিমানা হলো মালিঙ্গার-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কান ফাস্ট বোলার মালিঙ্গাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা সহ একটি ওয়ানডে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হলো। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এই শাস্তি দিল তারকা এ ক্রিকেটারকে।

সম্প্রতি মালিঙ্গা নিজ দেশের ক্রীড়া মন্ত্রী দায়শ্রীরি জয়সেকেরার সমালোচনা করায় এমন শাস্তি পান। যেখানে ক্রীড়া মন্ত্রী প্রথমে লঙ্কান ক্রিকেটারদের বাজে ফিল্ডিংয়ের সঙ্গে ‘ভুঁড়িওয়ালা’ ক্রিকেটারদের সমালোচনা করেছেন।

পরবর্তীতে এক সাক্ষাতকারে মালিঙ্গা জানান, যারা উচ্চ পর্যায়ে কোনো ক্রিকেট খেলেনি তাদের সমালোচনা পাত্তা দেওয়ার কিছু নেই। তিনি বক্তব্যে পরোক্ষভাবে মন্ত্রীকে বানরের সঙ্গেও তুলনা করেন।

এ নিয়ে মঙ্গলবার এক তদন্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন মালিঙ্গা। তবে শাস্তি মেনে নেন তিনি।  

পরে এসএলসি’র এক বিবৃতিতে বলা হয়, ‘এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেটি ছয় মাসের জন্য স্থগিত (৬ মাস সময়ের মধ্যে আবার একই ধরনের কাজ করলে শাস্তি কার্যকর হবে)। এছাড়া পরবর্তী ওয়ানডের ম্যাচ ফি থেকেও কেটে নেওয়া হবে ৫০ ভাগ। ’

এই শাস্তি অবশ্য শ্রীলঙ্কার দল নির্বাচনে প্রভাব ফেলছে না। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে রাখা হয়েছে মালিঙ্গাকে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ২৭ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।