ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের ওডিআই দলে ওয়েলিংটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
জিম্বাবুয়ের ওডিআই দলে ওয়েলিংটন ওয়েলিংটন মাসাকাদজা-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জিম্বাবুয়ে দলে ডাক পেলেন স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। সর্বশেষ ২০১৬ সালের মার্চে তিনি জাতীয় দলের হয়ে খেলেছিলেন। আর ১০ ম্যাচে ১৫ উইকেট পাওয়া এ বাঁহাতি ২০১৫ সালে সারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন।

লঙ্কান সফরে একমাত্র টেস্টের জন্য জিম্বাবুয়ে দলে ফের সুযোগ পেয়েছেন রেগিস চাকাভা, কার্ল মাম্বা ও নাতসাই এম’স্যাঙ্গউই। এছাড়া আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেলা নাথান ওয়ালারও দলে আছেন।

২০০১ সালের পর শ্রীলঙ্কার মাটিতে এটিই জিম্বাবুয়ের প্রথম সফর। এবারে প্রথম ম্যাচটি গলে ৩০ জুন অনুষ্ঠিত হবে। যেখানে ১৪ জুলাই কলম্বোতে হবে একমাত্র টেস্টটি।

ওয়ানডে স্কোয়াড: সলোমন মিরে, হ্যামিল্টন মাসাকাদজা, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, পিটার মুর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, তেন্দাই চাতারা, ক্রিস এমপোফু, ডোনাল্ড ট্রিপানো, রিচার্ড এনগ্রারা, ওয়েলিংটন মাসাকাদজা, ম্যালকম ওয়ালার, চামু চিবাবা, তারিসাই মুসাকান্দা।

টেস্ট স্কোয়াড: রেগিস চাকাভা, হ্যামিল্টন মাসাকাদজা, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, পিটার মুর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, তেন্দাই চাতারা, ক্রিস এমপোফু, ডোনাল্ড ট্রিপানো, নাথান ওয়ালার, নাতসাই এম’স্যাঙ্গউই, ম্যালকম ওয়ালার, কার্ল মাম্বা, তারিসাই মুসাকান্দা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ২৮ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।