ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
মিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড জয় মিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড জয়-ছবি:সংগৃহীত

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ ফিরেই চমক দেখালো। ১৭ বছর পর এ মাঠে ক্রিকেট হলো আর জয় পেলো না স্বাগতিক শ্রীলঙ্কা। যেখানে তাদের বিপক্ষে রেকর্ড তাড়া করে জয় পেলো ১১ নম্বর দল জিম্বাবুয়ে। আর এ কৃতিত্ব পাচ্ছেন অভিষেক সেঞ্চুরি পাওয়া দলটির ওপেনার সলোমোন মিরে।

শ্রীলঙ্কার মাটিতে এটি ২৯৬তম ওয়ানডে, তিনশ রান তাড়ায় জয়ের কীর্তি ছিল না এর আগে একটিও। জিম্বাবুয়ে গড়ল নতুন ইতিহাস! শ্রীলঙ্কায় রান তাড়ার আগের রেকর্ড ছিল স্বাগতিকদেরই, ২০০৯ সালে ডাম্বুলায় জিতেছিল তারা পাকিস্তানের ২৮৮ রান তাড়ায়।

এদিন ৩১৬ ‍রান তাড়ায় শেষ পর্যন্ত ১৪ বল বাকি থাকতে ছয় উইকেট জয় পায় জিম্বাবুয়ে। ৪৭.৪ ওভারে চার উইকেট হারিয়ে ৩২২ রান করে তারা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। ১২ রানে লাসিথ মালিঙ্গার বলে বিদায় নেন অভিজ্ঞ ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। ভালো করতে পারেননি ওয়ানডাউনে নামা ক্রেইগ আরভিনও।  

তবে এরপরেই শন উইলিয়ামসনকে নিয়ে লড়াই শুরু করেন মিরে। তৃতীয় উইকেট জুটিতে গড়েন ১৬১ রানের পার্টনারশিপ। উইলিয়মসন ৬৯ বলে সাতটি চারের সাহায্যে ৬৫ করে বিদায় নেন। মিরে তুলে নেন অভিষেক সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ৯৬ বলে ১৪টি চারে ১১২ করে গুনারত্নের বলে আউট হন।

জয়ের বাকি কাজটা সেরে ফেলেন সিকান্দার রাজা ও ম্যাকলম ওয়ালার। দু’জনে যথাক্রমে ৬৭ ও ৪০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩১৬ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন কুশাল মেন্ডিস। এছাড়া ৭৯ করেন উপল থারাঙ্গা। ৬০ রান আসে ওপেনার দানুসকা গুনাথিলাকার ব্যাট থেকে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।