ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ের বাঁধনে ক্রিকেটার সোহান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
বিয়ের বাঁধনে ক্রিকেটার সোহান বিয়ের বাঁধনে ক্রিকেটার সোহান-ছবি:সংগৃহীত

বিয়ের বাঁধনে জড়ালেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘদিনের প্রেমিকা তাসনিম ইসলাম লিসার সাথে অবশেষে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন।

৩০ জুন, শুক্রবার খুলনা শহরের একটি নামকরা ক্লাবে অনুষ্ঠিত হয় সোহান-লিসার বিয়ে। এর আগেই অবশ্য পরিবারের সম্মতিতে দুজনের বাগদান করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক পূর্বে।

তখনই বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়।

কনে তাসনিম ইসলাম লিসার বাবা একজন ব্যবসায়ী। সোহানের পরিবারের সাথে আগে থেকেই পরিচিতি তাদের। সোহান ও লিসা দুজনই একইসাথে কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবন পার করেছেন। তাদের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এবং খুলনা নর্দার্ন বিশ্ববিদ্যালয়।

...সোহানের বিয়েতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়াও উপস্থিত ছিলেন, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও জিয়াউর রহমান। এছাড়া ছিলেন টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সিলেট সুপার স্টারসে খেলার মাধ্যমে বড় পর্যায়ের নজরে আসা সোহান মূলত একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। উঠতি এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলের অংশও, যদিও সেবার কোনো ম্যাচ খেলা হয়নি। ২০১৬ সালে টেস্ট ও ২০১৭ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে তার।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।